মানবদেহের মজার তথ্য । পর্ব – ২

১. একজন শিশুর জন্মের সময় হাড়, তার দেহে হাড় থাকে ৩৫০ টি।

২. আমাদের পাকস্থলীতে তৈরি অ্যাসিড লোহাকে পর্যন্ত গলিয়ে ফেলতে পারে। 

৩. মাত্র ৩ মাস বয়সে মানুষের আঙুলের ছাপ তৈরি হয়।

৪. মানুষের স্নায়ুতন্ত্র দিয়ে গোটা পৃথিবীকে প্রায় ৭ বার পেঁচানো যাবে।

৫. আমাদের দাঁতের এনামেল শরীরের সবচেয়ে শক্ত পদার্থ।

৬. নিজের নাক টিপে ধরুন।। গুনগুন করতে পারছেন?

৭. মানুষের মস্তিষ্কে যে পরিমাণ বিদ্যুৎশক্তি আছে, তা দিয়ে একটা ১০ ওয়াটের লাইট (বাল্ব) জ্বালানো সম্ভব।

৮. কোন অনুভূতি আমাদের স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ২০০ মাইল (ঘন্টায়) বেগে প্রবাহিত হয়।

৯. মানুষের মস্কিষ্কের স্মৃতি ধারণ ক্ষমতা ৪ টেরাবাইটেরও (4TB) বেশি।

১০. একজন মানুষের শরীরে রক্তের পরিমাণ, মোট ওজনের ১৩ ভাগের ১ ভাগ। অর্থাৎ ৬৫কেজি মানুষের রক্তের পরিমাণ হবে ৫ কেজি।

১১. দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্তকণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা মাত্র ৪ মাস বাঁচে।

১২. আমাদের দেহে রোগ প্রতিরোধকারী শ্বেত রক্তকণিকার সংখ্যা ২৫০ কোটি এবং এরা মাত্র ১২ ঘন্টা বাঁচে।

১৩. আমাদের ব্রেইন কোনো ব্যথা অনুভব করেনা । কিন্তু ব্রেইন সকল ব্যথার অনুভূতি সরবরাহ করে ।

১৪. ব্রেন আমাদের দেহের মোট ওজনের মাত্র শতকরা ২ ভাগ । কিন্তু দেহের মোট প্রয়োজনীয় ক্যালরি আর অক্সিজেন এর শতকরা ২০ ভাগ এটির প্রয়োজন হয় ।

১৫. পৃথিবীতে একমাত্র মানুষই হাসতে পারে। তাই বেশি বেশি হাসুন, মনকে ফ্রেশ রাখুন।

Leave a Reply