পশু-পাখি নিয়ে সাধারণ জ্ঞান – ১

১. কোন পাখি বাসা তৈরি করে না ?

    উঃ কোকিল পাখি ।

২. কোন প্রাণীর চার পাকস্থলী আছে

উঃ গরুর ।

৩. সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি ?

    উঃ কচ্ছপ।

৪. সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলা হয় কোনটিকে ?

    উঃ শিম্পাঞ্জি।

৫. সর্ববৃহৎ স্থন্যপায়ী প্রাণী কোনটি ?

    উঃ নীল তিমি ।

৬. সবচেয়ে উঁচু প্রাণী কোনটি ?

    উঃ জিরাফ।

৭. সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে কোন প্রাণী ?

   উঃ চিতাবাঘ ।

৮. সবচেয়ে লম্বা সাপ কোনটি ?

   উঃ অ্যানাকোন্ডা

৯. মরুভূমির জাহাজ বলা হয় কোন প্রাণীকে ?

   উঃ উট কে ।

১০. কোন পাখি বাচ্চাকে দুধ খাওয়ায় ?

উঃ ডাকবিল ।

১১. পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি ?

     উঃ হামিংবার্ড ।

১২. কোন পাখি মুখ দিয়ে মলত্যাগ করে ?

     উঃ বাদুর ।

১৩. কোন পাখি মানুষের মতো হাটে ?

     উঃ পেঙ্গুইন।

১৪. কোন পাখি উড়তে পারে না ?

      উঃ উটপাখ ।

১৫. কোন পাখি বেশি উড়তে পারে ?

     উঃ কবুতর।

১৬. কোন পাখি বেশি উঁচুতে উঠতে পারে ?

    উঃ ঈগল ।

১৭.কোন পাখি পেছনদিকে উড়ে ?

    উঃ হামিংবার্ড।

১৮. কোন পাখি অন্যের খাদ্য চুরি করে খায় ?

    উঃ লুটেরা পাখি।

১৯. সাগরের গাভী দামে পরিচিত কোন প্রাণী ?

    উঃ ডুগং প্রাণী ।

২০. সবচেয়ে বড় শিকারি পাখি কোনটি ?

     উঃ ক্যান ডোর।

কুইজে অংশগ্রহণ করে, মোবাইল রিচার্জ/প্রাইজমানি জিতে নিন ।

Leave a Reply