আমরা যে দেহটাকে বহন করে সারা দুনিয়া ঘুরে বেড়াই, তার সম্পর্কে আমরা কতটুকু জানি?
আসুন জেনে নিই, মানবদেহের মজার তথ্য, অজানা রহস্য –
১. পৃথিবীতে একমাত্র একটি প্রাণীই মানুষ, যারা চিৎ হয়ে ঘুমাতে পারে।
২. আমাদের তৃষ্ণা পাওয়া মানে, শরীরের ১% পানি ইতোমধ্যেই হারিয়ে গেছে।
৩. মানব মস্তিষ্ক প্রতি ঘন্টায় ২৭৪ কিলোমিটার বেগে স্নায়ুতে অনুভূতি পাঠাতে পারে।
৪. ক্যামেরার দিক থেকে মানুষের চোখ ৫৭৬ মেগাপিক্সেলের।
৫. আমাদের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া সর্বোচ্চ ৫-১০ মিনিট বেঁচে থাকতে পারে।
৬. মানবদেহের ৪ ভাগের ১ ভাগ হাড়ই থাকে তার পায়ের মধ্যে।
৭. খাবার খেতে মাত্র কয়েক মিনিট লাগে, তবে তা সম্পূর্ণ হজম করতে প্রায় ১২ ঘন্টা সময় লাগে।
৮. মানুষের ডিএনএ-এর ৯৮.৪ শতাংশ শিম্পাঞ্জির সাথে মিলে যায় এবং প্রায় ৭০ শতাংশ জোঁকের সাথে মিলে যায়।
৯. আমাদের ব্রেইন দিনের তুলনায় ঘুমের সময় বেশি সক্রিয় থাকে।
১০. আমাদের নাক ও কানের বৃদ্ধি কখনো বন্ধ হয় না, চলতেই থাকে।
১১. আপনি জীবনে যদি একবারও চুল না কাটেন, তবে আপনার চুল ৭২৫ কিলোমিটার লম্বা হবে।
১২. গন্ধ শুঁকেও ওজন কমানো সম্ভব!! আপেল আর কলার ঘ্রাণে নাকি ওজন কমে! (আসলেই কি তাই?)
১৩. একজন জীবিত মানুষ প্রায় ১৫০ লাখ কোটি তথ্য মনে রাখতে পারেন।
১৪. সুস্থ কিডনি প্রতিদিন প্রায় ৩০০ বার শরীরের রক্ত পরিষ্কার করে থাকে।
১৫. একজন সুস্থ মানুষের জীবদ্দশায়, শরীর থেকে প্রায় ২২ কেজি মৃত চামড়া খসে পড়ে।
মানবদেহ সম্পর্কে আরও বিভিন্ন রকমের মজার তথ্য আগামীকাল প্রকাশ হবে ইনশাআল্লাহ্। সেই পর্যন্ত সাথেই থাকুন এবং আজকের সাধারণ জ্ঞান কুইজে অংশগ্রহণ করুন – নিচের লিংক থেকে।