আজ আমরা বাংলা ব্যকরণের এক কথায় প্রকাশ সম্পর্কে জানব। বাক্য সংকোচন এবং এক কথায় প্রকাশ একই জিনিস। আসুন শুরু করা যাক –
এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন কী ?
বহুপদ বা একাধিক পদকে এক পদে সংকোচিত করাই হলো বাক্য সংকোচন। বাক্য সংকোচনের ফলে, বাক্য কেবল সংক্ষিপ্ত আকারেই প্রকাশ পায়না, বরং এক শব্দের মধ্যে মাধুর্য্য ও সম্পূর্ণ ভাব চলে আসে।
কীভাবে বাক্য সংকোচন করা যায়?
সাধারণ ৪ ভাবে বাক্য সংকোচন করা যায়।
(১) উপসর্গ যোগে ; (২) প্রত্যয় যোগে ; (৩) সমাসের সাহায্য ; (৪) অন্যান্য ভাবে ।
আমরা বিস্তারিত পরে এক সময় জানব ইনশাআল্লাহ্। ব্যস্ততার মাঝে আজ এটুকুই লিখলাম। পরে বিস্তারিত লিখব। আসুন কিছু এক কথায় প্রকাশ জানা যাক। যারা আমাদের প্লাটফর্মে কুইজে অংশগ্রহণ করছেন, তাদের জন্য এটি হয়তো ৩রা জানুয়ারী, ২০২২ এর টপিক হবে। তাই ভালোভাবে পড়ুন, জ্ঞান অর্জন করুন এবং কুইজের প্রস্তুতি নিন।
নং. | সম্পূর্ণ বাক্য | এক কথায় প্রকাশ |
অ | ||
১ | অকালে পেকেছে যে | অকালপক্ক্ব |
২ | অহংকার নেই যার | নিরহংকার |
৩ | অনুসন্ধান করবার ইচ্ছা | অনুসন্ধিৎসা |
৪ | অনুসন্ধান করতে ইচ্ছুক যে | অনুসন্ধিৎসু |
৫ | অগ্রে বর্তমান থাকে যে | অগ্রবর্তী |
৬ | অক্ষির সম্মুখে | প্রত্যক্ষ |
৭ | অভিজ্ঞতার অভাব | অনভিজ্ঞ |
৮ | অনেকের মধ্যে একজন | অন্যতম |
৯ | অহংকার করে যে | অহংকারী |
১০ | অগ্রে জন্মেছে যে | অগ্রজ |
১১ | অশ্বের ডাক | হ্রেষা |
১২ | অতি কর্মনিপুণ ব্যক্তি | দক্ষ |
১৩ | অপকার করবার ইচ্ছা | অপচিকীর্ষা |
১৪ | অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে | অবিমৃষ্যকারী |
১৫ | অতি দীর্ঘ নয় | নাতিদীর্ঘ |
১৬ | অন্য গাছের ওপর জন্মে যে গাছ | পরগাছা |
১৭ | অন্য উপায় নেই | অগ্যতা |
১৮ | অরিকে দমন করে যে | অরিন্দম |
১৯ | (অনুতে) পশ্চাতে জন্মেছে যে | অনুজ |
২০ | অক্ষির অগোচর | পরোক্ষ |
২১ | অতি শীতও বা অতি উষ্ণ নয় | নাতিশীতোষ্ণ |
২২ | অবশ্য হবে যা | অবশ্যম্ভাবী |
২৩ | অতি দীর্ঘ নয় যা | নাতিদীর্ঘ |
২৪ | অতিক্রম করা যায় না | অনতিক্রম্য |
২৫ | অন্যদিকে মন যার | অন্যমনা |
২৬ | অন্য দেশ | দেশান্তর |
২৭ | অন্য বার | বারান্তর |
২৮ | অল্প কথা বলে যে | অল্পভাষী |
২৯ | অধ্যাপনা করেন যিনি | অধ্যাপক |
৩০ | অন্তর্গত অপ যার | অন্তরীপ |
৩১ | অণুকে দেখা যায় যার দ্বারা | অণুবীক্ষণ |
৩২ | অগ্র-পশ্চাৎ ক্রম অনুযায়ী | আনুপূর্বিক |
৩৩ | অশ্ব রাখার স্থান | আস্তাবল |
৩৪ | অন্য গতি | গত্যন্তর |
৩৫ | অহনের মধ্য অংশ | মধ্যাহ্ন |
৩৬ | অহনের অপর অংশ | অপরাহ্ন |
৩৭ | অহনের পূর্বাংশ | পূর্বাহ্ন |
৩৮ | অনুচিত বল প্রয়োগকারী | হঠকারী |
৩৯ | অতি উচ্চ রোল | উতরোল |
৪০ | অতি উচ্চ ধ্বনি | মহানাদ |
৪১ | অন্ধকার রাত্রি | তামসী |
৪২ | অন্তরকে নিয়ন্ত্রণ করেন যিনি | অন্তর্যামী |
৪৩ | অসূয়া নেই যার (স্ত্রী) | অনসূয়া |
৪৪ | অবলীলার সঙ্গে | সাবলীল |
৪৫ | অলঙ্কারের আওয়াজ | শিঞ্জন |
৪৬ | অল্প পরিশ্রমে শ্রান্ত নারী | ফুলটুসী |
৪৭ | অপূর্ব সৃষ্টিশীল ক্ষমতা | প্রতিভা |
৪৮ | অর্থহীন উক্তি | প্রলাপ |
৪৯ | অতিকষ্টে যা নিবারণ করা যায় | দুর্নিবার |
৫০ | অবজ্ঞায় নাক উচু করে যে | উন্নাসিক |
৫১ | অগ্রে দান করে যে | অগ্রদানী |
৫২ | অন্যের শ্রী দেখে কাতর হয় যে | পরশ্রীকাতর |
৫৩ | অপেক্ষা করছে যে | অপেক্ষমাণ |
৫৪ | অন্যদিকে দৃষ্টি নেই এমন | অনন্যদৃষ্টি |
৫৫ | অভিমান নেই যার | নিরভিমান |
৫৬ | অন্ত নেই যার | অসীম/অনন্ত |
৫৭ | অকালে জাত কুমড়া | অকালকুষ্মান্ড |
৫৮ | অন্যের অধীন নয় | স্বাধীন |
৫৯ | অর্ধেক সম্মত | নিমরাজী |
৬০ | অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করা | শোষণ |
(পরবর্তীতে আবার লিখা হবে ইনশাআল্লাহ্) চলবে… | ||
জীবনে টাকা-পয়সা সবচাইতে প্রয়োজনীয় জিনিস। তবে সম্মানও কিন্তু কম প্রয়োজনীয় নয়… সুন্দরভাবে বেঁচে থাকতে হলে সম্মান প্রয়োজন, আর সম্মান পেতে হলে, শিক্ষা প্রয়োজন। প্রতিদিন ১টা শব্দ শেখা মানে, আমাদের ব্যংকে একটি শব্দ জমা রাখা। আর, আজ আমরা বই ছাড়াই কুইজের জন্য প্রয়োজনীয় ৬০টি শব্দ শিখে ফেললাম। বিনিময়ে, আমি কী একটা সুন্দর কমেন্ট পেতে পারি ? (ভুল-ত্রুটি মার্জনীয়)
এম. এ. নাবিল (ফাউন্ডার – সম্প্রতি)